বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ বছর সশ্রম সাজা পরোয়ানাভুক্ত, ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এবং নিয়মিত মামলায় মোট ৪ জন আসামী গ্রেফতার করেছে পুলিশের একটি আভিযানিক টিম।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ আক্তার পাখি (৩১) হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী পাখি আক্তার বান্দরবান জেলার আলীকদম থানাধিন ২ নম্বর ওয়ার্ড সাবের মিয়া পাড়ার জাহাঙ্গির আলমের স্ত্রী।
অপর দিকে পৃথক অভিযানে ৫ বছর সাজা পরোয়ানাভূক্ত আসামী বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপির পশ্চিম বৈলগাঁও আহমদ নবীর পুত্র মো. তৌহিদ, পরোয়ানা ভুক্ত আসামী শেখেরখীল ইউপির ৮ নম্বর ওয়ার্ড এলাকার আজিজ আহমদের পুত্র জসিম উদ্দিন, নিয়মত মামলার আসামী সরল ইউপির রশিদ আহমদের পুত্র নাছিরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাঁশখালীতে মাদকের বিরোদ্ধে পুলিশের তৎফরতা অব্যাহত থাকবে।