রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।চিকিৎসকরা জানিয়েছেন সবকটি নবজাতক সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ ২০২২) রাত সাড়ে ৯টার দিকে হাসপতালের গাইনী ওয়ার্ডে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। দীর্ঘ সময়েও তাদের কোনো সন্তান হয়নি। পরে চিকিৎসা গ্রহণের একপর্যায়ে আদুরী বেগম অন্তঃসত্ত্বা হন। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায়, তার গর্ভে চারটি সন্তান রয়েছে। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে আদুরী বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে রাত সাড়ে ৯টার দিকে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা জানান, মা ও তার ৪ সন্তানই সুস্থ আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।