মাগুরার শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে গনগত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৫মার্চ শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলামের (ও সভাপতি মোঃ আব্দুল মালেক মিয়া’র) সভাপতিত্বে সহকারী শিক্ষক কে,এম রোকন উজ- জামান সুইটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু ,বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু ,বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা কমিটির আহবায়ক খন্দকার আবু আনছার নাজাত আশা।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক লেনিন জাফর রুবেলসহ অন্যরা। আলোচনা সভা শেষে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী পরিচালনায বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া’র সভাপতিত্বে উক্ত অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুরুপ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালামের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উভয় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক /কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।