নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সহ-সভাপতি মোল্লা আব্দুল জলিল ইন্তেকাল করেছেন (ইন্না–রাজেউন)। শনিবার (২৮ মার্চ) দুপুরে মোংলা পৌর শহরের আব্দুল হাই সড়কে নিজ বাসবভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন।তিনি এক স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। প্রবীন এই রাজনীতিবিদ ২ বার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একবার মোংলা পোর্ট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক জীবনে বাগেরহাট জেলা বিএনপি’র বন ও পরিবেশ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আমৃত্যু তিনি মোংলা পৌর বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।শনিবার আসরবাদ মোংলা হ্যালিপ্যাড ময়দানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় মিটাখালী কালেখার বেড় (মোল্ল্লারহাট) নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
এদিকেবাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক বন ও পরিবেশ সম্পাদক, মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি এবং মোংলা পৌরসভার সাবেক মেয়র মোল্লা আব্দুল জলিল শনিবার (২৮ মার্চ) দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে
বিএনপি নেতা জলিলের মৃত্যুতে বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা স্বাক্ষরিত এন বিজ্ঞপ্তিত্বে জেলা যুবদলের পক্ষথেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।