রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এর অভিষেককে কেন্দ্র করে ইউপি সচিবকে লাঞ্চিত করার অভিযোগ।
সপ্তম ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী মিঠাপুকুর উপজেলার ১৭ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ গতকাল (২৮ মার্চ ২০২২) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।আজ (২৯ মার্চ) মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া অডিটরিয়ামে ১৭ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শপথ গ্রহণের পরই ২৯ মার্চ বিকাল সাড়ে চারটার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে যান নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয় কাফ্রিখাল ইউপি সচিব আব্দুর রশিদ।নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদ চত্বর ত্যাগ করার পরই কাফ্রিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঙ্গে ইউপি সচিবের বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে ইউপি সচিবকে কক্ষ থেকে বের করে দিয়ে তার বসার নির্ধারিত আসন(চেয়ার) ভাংচুর করা হয়।
এ নিয়ে কাফ্রিখাল ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থক ও আওয়ামীলীগ ইউনিয়ন সেক্রেটারির সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের আসন গ্রহণ করানো হয় পুরাতন চেয়ারম্যানের উপস্থিতিতে। কিন্তু তা না করে ইউপি সচিব নিয়ম লঙ্ঘন করে নতুন চেয়ারম্যানকে অভ্যর্থনা জানিয়ে আসন গ্রহণ করিয়ে দেন।যা অসৌজন্যমূলক।এজন্য আমি ইউপি সচিবকে বলেছি আপনি অসৌজন্যমূলক আচরন করে সচিবের চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন।এখুনি বের হয়ে যান।তারপর উত্তেজনার বশবর্তী হয়ে তার বসার চেয়ারটি ভাংচুর করা হয়েছে।
ইউপি সচিব আব্দুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে কথা বলতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।