“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন প্রতিভা বিকাশ করি”- এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরার শ্রীপুরে ১৫ তম বিশ্ব অটিজম সচেতন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০২ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্নাঢ্য র্্যালী বের হয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি ব্যাংকের আইও তৌফিকুল ইসলাম তুহিন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার অপারেটর অনিমেষ কুমার বিশ্বাস, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ও প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ সুমন মজুমদার, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরিনা রাশিদাসহ আরো অনেকে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম তাঁর বক্তব্যে বলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নই, বরং আশীর্বাদ। জননেত্রী শেখ হাসিনার কনিষ্ঠ কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম শিশুদের নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে অটিজম শিশুদের সুবর্ণ নাগরিকের কার্ড দেওয়া হয়েছে। যেন এরা সকল সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাই, এবং সমাজের মূল স্রোত ধারাই আসতে পারে।