লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রোববার ৩ এপ্রিল ২০২২ ইং দুপুর ২ ঘটিকার সময় ১০০টি দরিদ্র,অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় বেসরকারি সংস্থা প্রফিট ফাউন্ডেশন।
মুসলিম এইড ইউকের অর্থায়নে পবিত্র মাহে রমজানে দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমাদান প্যাকেজ ৪৫.৫ কেজি করে প্রতিটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ২০ কেজি,আলু ৫ কেজি, ভোজ্যতেল সোয়াবিন ২কেজি, মসুরের ডাল ২কেজি,পেঁয়াজ ২ কেজি, লবন ১কেজি,খেজুর২ কেজি, মুড়ি ২ কেজি, ছোলা ২ কেজি, চিড়া ২কেজি, সেমাই ২ প্যাক, নোডুলস ২প্যাক, চিনি কেজি ১ প্যাকেট, গুঁড়ো দুধ হাফ কেজি।
কালীগঞ্জ উপজেলার দলগ্রাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) ইসরাত জাহান ছনি সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল মান্নান, দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মুসলিম এইড ইউকের কো-অডিনেটর খন্দকার আব্দুল কাদের রাজু, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, মুসলিম এইড ইউকের সিনিয়র অফিসার মোঃ শাহ অলিউল্লাহ ও দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
রমাদান ফুট প্যাকেজ পেয়ে উপকারভোগীরা খুশি এবং রমজান ভালোভাবে দিতে পারবেন বলে অনেকেই আত্মপ্রকাশ করেন এবং আরো বলেন যে, দাতাসংস্থা মুসলিম এইড ইউকে আমাদেরকে রামাদান মাসে ইফতারের জন্য কিছু খাদ্য সামগ্রী আমাদের হাতে তুলে দিয়েছে সেই সংস্থাকে ভালো রাখুক ও দোয়া করেন।