রংপুর নগরীর জলকর এলাকায় অবসরপ্রাপ্ত মেজর (অব.) এ. কে. এম মুসাসহ তাঁর ভাই-বোনদের পৈত্রিক জমি ও বাড়ির কেয়ার টেকার এবং তাঁদের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার দায়িত্বরত ব্যক্তি আব্দুস ছালাম গতকাল বৃহস্পতিবার রিপোর্টার্স ক্লাব, রংপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হয়রানিমূলক মামলা, হামলা ও লুটপাটের অভিযোগ তুলে ধরেন। গণ্যমান্য এলাকাবাসীর উপস্থিতিতে লিখিত বক্তব্যে হয়রানির শিকার কেয়ার টেকার আব্দুস ছালাম বলেন, আমার জ্যাঠাতো বোন মোছা: খালেদা বেগম ও জ্যাঠাতো ভাই মেজর (অবঃ) একেএম মুসা। তাঁদের পৈত্রিকসুত্রে প্রাপ্ত সম্পত্তির ওপর বাড়ি নির্মাণ করে আমাকে রক্ষনাবেক্ষণের দায়িত্ব দেন। আমি বিগত ৬ বছর যাবত এই দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি আমার প্রতিপক্ষ মরহুম খায়রুল আলমের ছেলে আজওয়াত আবরার রাফিত ও মরহুম আশেকীনের ছেলে আশেকীন বাবু উল্লেখিত সম্পত্তির মালিক দাবি করে জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার হুমকি দেয়।
আমি তাদেরকে আমার মালিক খালেদা ও মেজর মুসার সাথে যোগাযোগ করার জন্য বলি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কাধাক্কি করে এবং বাড়ি ছেড়ে দেওয়াসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির পথ বেছে নেয়। আমি এ ঘটনার কথা তাৎক্ষনিকভাবে জমির মালিকদের অবগত করি। জমির মালিকরা আমাকে নির্ভয়ে থাকতে বলেন। এরই মধ্যে প্রতিপক্ষ রাফিত গত ৩ এপ্রিল ২০২২ইং তারিখে আরপিএমপি থানায় আমাকেসহ আমার ছেলে কলেজ শিক্ষার্থী রাশেদ ও সোহেলকে জড়িয়ে পরিকল্পিতভাবে হয়রানিমুলক একটি মামলা দায়ের করে। মামলা নং-৭। বর্তমানে ওই মামলায় বিজ্ঞ আদালতে আমরা জামিন লাভ করি। এতে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়। আমি মেজর (অব.) এ. কে. এম মুসাসহ তাঁর ভাই-বোনদের জমি ও বাড়ির একজন কেয়ার টেকার মাত্র এবং তাঁদের মাদ্রাসার দায়িত্বেও নিয়োজিত আছি। গত ৬ এপ্রিল আমার প্রতিপক্ষরা আজওয়াত আবরার রাফিদ ও আশেকীন বাবু রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই মামলার আই.ও তপন কুমারের সাথে যোগসাজস করে ওই এসআই’র উপস্থিতিতিতেই বাড়িতে আকস্মিক হামলা ভাংচুর চালিয়ে দলিলপত্রাদিসহ মাদ্রাসার গচ্ছিত তহবিল ৪১ হাজার ৪৯ টাকা লুট করে নিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তার উপস্থিতিতে এমন সন্ত্রাসী ও ন্যাক্কারজনক হামলা ও লুটপাটের প্রতিবাদে এলাকাবাসী তীব্র নিন্দা ও এর প্রতিকার দাবি জানাচ্ছি। একইসাথে আমাদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা থেকে অব্যাহতি প্রদানসহ জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন বাবুল চৌধুরী, আব্দুল মান্নান, এনামুলসহ অন্যান্য ব্যক্তিবর্গ।