ঔষধ কোম্পানি “স্কয়ার” এর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেডিকেল প্রমোশন অফিসার ( এমপিও) মোঃ মারুফ মোরশেদ আকাশ কে ২৫০ পিস ইয়াবাসহ আটক করেছে স্থানীয় থানা পুলিশ। শনিবার বিকালে (০৯ এপ্রিল ) এসআই মোঃ ফখরুল হাসান লিখন ও, সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
বোরহানউদ্দিন থানা সূর্ত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পায় পৌরসভা ০৪নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ নেছার উদ্দিন এর বসত বাড়ীর দক্ষিন পাশে ইয়াবা বিকিকিনি হচ্ছে। এমন সংবাদে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। অভিযানে মোঃ মারুফ মোরশেদ আকাশ কে ২৫০ পিস ইয়াবাসহ আটক করেন। মোঃ মারুফ মোরশেদ আকাশ বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের মোঃ হারুন অর রশিদ, এর ছেলে। ঔষধ কোম্পানির চাকরির সুবাদে তিনি এখানে বসবাস করছেন।
বোরহানউদ্দিন উপজেলার ফারিয়ার (ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন) সভাপতি শহিদুল ইসলাম আরিফ জানায়, মারুফ মোরশেদ আকাশ স্কয়ার কোম্পানির বোরহানউদ্দিন উপজেলা মেডিকেল প্রমোশন অফিসার ( এমপিও)। বিষয়টি আসলেই দুঃখজনক।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন ফকির জানান,
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে।