চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া হারবাং থেকে ২০২১
সালের শিশু অপহরণ মামলার এক আসামীকে আটক করে। আজ ১৪ এপ্রিল ভোর রাতে
চন্দনাইশ থানা পুলিশ চকরিয়ার হারবাং এলাকায় অভিযান চালিয়ে ২০২১ সালের
শিশু অপহরণ মামলার অন্যতম আসামী আবদুল হাকিম প্রকাশ রফিক (৫০) কে আটক
করে। সে চকরিয়ার হারবাং এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে বলে জানা যায়।
থানা সুত্রে জানা যায়, গত বছর ৩০ জুলাই বিকেলে উপজেলার বৈলতলী জাফরাবাদ
এলাকায় সুইখ্যার বাড়ির উঠান থেকে মো. আলমের ৩ বছরের মেয়ে নাবিলা
সুলতানা ইস্পাকে চকলেট দেয়ার কথা বলে কৌশলে অপরহণ করে নিয়ে যায়। সে
মামলার অন্যতম আসামী রফিক দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে
আটক হয়। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা
হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।