রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের টেমা পাড়া গ্রামকে মাদকের অভয়ারণ্য মনে করে মাদকসেবীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাংনী ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন টেমা পাড়া গ্রামে চোলাই মদ ব্যবসায়ীর চলছে রমরমা ব্যবসা।মাদক ব্যবসায়ীরা হলো শ্রী রবিন্দ্র এর স্ত্রী,শ্রী ধীরেন,শ্রী লিটন এক্কা,শ্রী বীরেন, শ্রী সুমন,শ্রী শুকে মণ্ডল,শ্রী নয়ন,মৃত সুধির এর স্ত্রী ও শ্রী স্বপন এর স্ত্রী,শ্রী মিনতি।
স্থানীয়রা জানায় বছরের পর বছর ধরে এ মাদক ব্যবসা প্রকাশ্যে চললেও নীরব প্রশাসন।স্থানীয়ভাবে তৈরী এ চোলাই মদ ৫০/১০০ টাকা গ্লাসে বিক্রি করে মাদক ব্যবসায়ীরা। সহজলভ্য হওয়ায় উঠতি বয়সী তরুণরা হচ্ছে মাদকাসক্ত।অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম।দিনে ব্যবসা ঢিলেঢালা হলেও সন্ধ্যে হলেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সাইকেল,মোটরসাইকেল যোগে মাদকসেবনকারীরা ভীড় জমায় এ মহল্লায়।চলে মাদকসেবনের প্রতিযোগিতা।
নাম প্রকাশে অনিচ্ছুক অত্র ইউনিয়নের একাধিক বাসিন্দা অভিযোগ করেন,টেমা পাড়া ছাড়াও এ ইউনিয়নে একাধিক ব্যক্তি গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছে।এর মধ্যে মাঠেরহাটে একজন ইয়াবা ব্যবসা ও ইউনিয়ন পরিষদের একজন সদস্য সংগোপনে দেশী-বিদেশী মদের ব্যবসা পরিচালনা করে আসছে।
ভাংনী ইউনিয়ন বিট অফিসার এস আই জহরুল ইসলাম বলেন, টেমা পাড়ার মাদক ব্যবসার বিষয়ে আমি অবগত আছি।তাদেরকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।আশা করি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে আমরা সক্ষম হবো।এছাড়াও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে।