কুষ্টিয়ার নিশান মোড় হাউজিংয়ে এলাকায় আগুনে পোড়ানো শেফালী বিশ্বাস (৫৫) নামে গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি সোমবার (১৮ এপ্রিল) সিআইডির কার্যালয়ের সামনে, হাউজিং ডি ব্লক ২৭৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। সে হাউজিং আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বাসার চার তলা ফ্লাটে কাজ চলছে। সেখানে তার স্বামী কাজের দেখা শোনা করছিল, এর মধ্যে আশ পাশের লোক চিৎকার চেঁচামেচি’র শব্দ শুনে তার স্বামী বাসার দ্বিতীয় তলাতে চলে আসে। বাসার মধ্যে দেখে তার স্ত্রী শেফালী গায়ে আগুন ধরছে। এ সময় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শেফালী বিশ্বাসের স্বামী আনন্দ কুমার বিশ্বাস বলেন, বাসাতে ডাকাতি হয়েছে। ডাকাতি করার সময় তার স্ত্রী ডাকাতদের বাঁধা দিলে তখনি তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে তিনি জানান। তবে এ হত্যাকান্ড বিষয়ে সিআইডি কর্মকর্তরা অনেক হত্যার নমুনা সংগ্রহ করেছে বলে জানা যায়। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান ঘটনার কথা শুনে তিনি নিজে তদন্ত করতে যান। নিহত শেফালী বিশ্বাসের লাশ ময়না তদন্তের পর আসল ঘটনা উদঘাটিত হবে ।