মাগুরায় শহরের ভায়না গ্রামের মুন্সী পাড়ায় ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
খুনি সন্দেহে নিহতের সৎছেলে ফয়সাল (৩৮)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের কোনো এক সময় হাত ও গলাকেটে তাকে হত্যা করা হয় তাকে।
বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে সন্ধ্যার পর লাশটি উদ্ধার করা হয়। ফাতেমা বেগম মাগুরা জজ আদালতের ভেন্ডার মুন্সি ওয়াহিদুজ্জামান অনুর দ্বিতীয় পক্ষের স্ত্রী।
প্রতিবেশীরা জানায়, নিহত ফাতেমা বেগম মুন্সী ওয়াহিদুজ্জামানের দ্বিতীয় পক্ষের স্ত্রী। পারিবারিক কলহের কারণে তার প্রথম স্ত্রী কয়েক বছর যাবত বাবার বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় গত বছরের নভেম্বর মাসে ফাতেমা বেগমকে বিয়ে করেন তিনি। কিন্তু এই বিবাহের পর থেকে প্রথম পক্ষের সন্তান ফয়সালের সঙ্গে ফাতেমার কলহ লেগে ছিল।
মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, পারিবারিক কলহ ছাড়াও অন্যান্য দিক বিবেচনায় নিয়ে সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগ হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে।
এদিকে ২০ এপ্রিল রাত আড়াইটার দিকে ভায়না এলাকা থেকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত ফাতেমার সৎ ছেলে ফয়সাল(৩৮)কে আটক করেছে পুলিশ।