নরসিংদীতে প্রধানমন্ত্রী কর্তৃক হত দরিদ্র ভূমিহীন ও গৃহহীনদের মাঝে তৃতীয় পর্যায়ের জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন বিষয়ে অবহিতকরণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এ. এস. এম ইবনুল হাসান এর সঞ্চালনয় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এর উপপরিচালক ভূইয়া মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সধারন সম্পাদক হুমায়ূন কবীর শাহ্,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইতোমধ্যে ১ম ও ২য় পর্যায়ে জেলার ৬টি উপজেলায় ২৮৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। ৩য় পর্যায়ে ৩১৫টি ঘর নির্মানের অনুমোদন পাওয়া গেছে যার মধ্যে ১৬৩ টি গৃহ নির্মান কাজ সম্পন্ন হয়েছে। যা আগামী ২৬ তারিখ হত দরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রির ঈদ উপহার হিসেবে বিতরণ করা হবে । জানাগেছে জমি ক্রয় ও ঘর নির্মাণ করতে দশ লক্ষ টাকা করে ব্যয় হয়েছে। যারা জমি ও ঘর গুলো পাচ্ছে তাদের মাঝে আনন্দের বন্যা বইছে