আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মোগরাপাড়া শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) বিকেলে সোনারগাঁ উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত নুর বেপারী সুপার মার্কেটে ব্যাংকের ভিতর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত শাখার ম্যানেজার মোঃ সাইফুদ্দিন শিকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট চেয়ারম্যান ড. আ ন ম রফিকুর রহমান মাদানী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়খ আবু তাওয়ামা ইসলামিক একাডেমীর প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দিন রফিক।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু।
এ সময় ইফতার মাহফিল ও গ্রাহক সমাবেশে বিপুল সংখ্যক গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।