বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় প্রদান করা হয়েছে তা শেখ হাসিনার রায়। বিচারপতির রায় নয়। আমরা বিচারপতিদের রায় মাথা পেতে নিতে চাই। সুতরাং বেগম জিয়ার বিরুদ্ধে রায় এ সরকার দেয়নি। রায় দিয়েছে শেখ হাসিনা স্বয়ং নিজে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
রবিবার(২৪) এপ্রিল দুপুরে সাভারের জিরাবো এলাকায় সাভার থানা,পৌর ও আশুলিয়া থানা বিএনপির কর্মী সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন,পুলিশের দায়িত্ব নয় কোন মিছিল মিটিং বন্ধ করা। কথা গুলি ভেবে দেখবেন। পুলিশের এ আচরন জনগনের উপর জুলুম করা। প্রজাতন্ত্রের কর্মচারি আপনারা। তথাকথিত প্রধান মন্ত্রীর ব্যক্তিগত কর্মচারির মতো কাজ করবেন না। আপনারা আগামী দিনেও চাকুরি করবেন। তাই বলছি যা করছেন এখানেই থামেন, আর জনগণের উপর জুলুম করবেন না বলেও জানান তিনি।
এসময় সাভার থানা বিএনপির সভাপতি হিসেবে সাইফউদ্দিন,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,পৌর বিএনপির সভাপতি হিসেবে খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির,আশুলিয়া থানা বিএনপির সভাপতি হিসেবে আজগর হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নাম ঘোষনা করা হয়।
কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ।