আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় আসছে সেই মাহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য তৈরি প্রধানমন্ত্রীর ঈদের উপহার ৩২৯০৪ টি ঘর উদ্বোধন করবেন। এরই অংশ হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলার ৫৩ মধ্যে ৪৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তৃতীয় পর্যায়ে এবারের ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ ঘরগুলো আনুষ্ঠানিকভাবে বুঝে পাবেন। রোববার (২৪ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সংবাদ সম্মেলনে ইউএনও জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৩ মধ্যে ৪৮ টি ঘর হস্তান্তর করা হবে।
প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান, সাংবাদিক আল মামুন জীবন, সাংবাদিক শফিউল ইসলাম, সাংবাদিক এন এম নুরুল ইসলাম, সাংবাদিক জানে আলম, সাংবাদিক আব্দুস সবুর, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।