চোর বলে অপবাদ দিয়ে বকাবকি করায় আরাফাত (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছেন। এঘটনায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে দেওগাঁও এলাকার কামালের আধা পাকা টিনশেড বাড়ির এটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের চাচা কাওসার আলম বলেন, ওই এলাকায় কাওসার তার দাদীর সাথে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতো।
আরাফাতের বাবা জিন্নাহ দ্বিতীয় বিয়ে করে অন্য এলাকায় চলে যায়। তার মাও অন্য পুরুষকে বিয়ে করে নিজের সংসার সাজান। তখন থেকেই আরাফাত দাদীর কাছেই বড় হয়ে উঠেছিল। আরাফাত ও আমার মা একই সাথে থাকতেন। তারা খুবই অসহায় জীবন যাপন করতো।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কালিবাজার এলাকার জিন্নাহ মিয়ার ছেলে আরাফাত। সে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। তবে গেলো দু বছরে করোনাকালীন সময় সে পড়ালেখা বাদ দেয়।
আরাফাতকে কে যেন চোর ছেচ্ছর বলে বকা দিয়েছে। এছাড়া জিনিসপত্র চুরি করবে বলে দুর দুর করে তাড়িয়ে দিয়েছে। পরে সে বাসায় এসে ঘরের ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হক এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।