1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভার ও আশুলিয়ায় মাসুদ রানা ওরফে অটোমাসুদের প্রতারনা চাঁদাবাজী ও মিথ্যা অপ-প্রচারে অতিষ্ঠ এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

সাভার ও আশুলিয়ায় মাসুদ রানা ওরফে অটোমাসুদের প্রতারনা চাঁদাবাজী ও মিথ্যা অপ-প্রচারে অতিষ্ঠ এলাকাবাসী

শাহজাহান আলী সুমন,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৬৬ বার

সাভার ও আশুলিয়ায় মাসুদ রানা ওরফে অটোমাসুদ এর ব্যাপক প্রতারনা মিথ্যা বানোয়াট অপ-প্রচার ও চাঁদাবাজীর কারনে অতিষ্ঠ হয়ে পরেছে সাধারন মানুষ। অটো মাসুদকে নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সে ভাদাইল এলাকায় অটো রিক্সা চালিয়ে মাদক বানিজ্য ছিনতাই ও চাঁদাবাজী করে ব্যাপক সমালোচনার মর্ধ্যে আলোচনায় শীর্ষে মাসুদ। সবার প্রশ্ন কে এই মাসুদ?
ঢাকা কল্যানপুরের আবুল কাশেম রাজমিস্ত্রির ছেলে মাসুদ রানা নারী কেলেংকারীর ঘটনায় কল্যানপুরে একাধিকবার তার বিরুদ্ধে বিচার হয়। সে সময় মাসুদ কল্যানপুর প্রাথমিক স্কুলে লেখাপড়া করতো। বখাটে স্বভাবের হওয়ায় হাইস্কুলে ভর্তি হতে পারেনি। এক সময় মাদ্রাসায় ভর্তি হলেও এলাকায় থাকতে না পারায় সেখানেও বেশী দিন টিকেনি। পরে চুরি ছিনতাই ও নারীদের উৎপাত করার অপরাধে তাদের স্বপরিবারে কল্যাণপুর থেকে পালিয়ে এসে হেমায়েতপুরে এসে আশ্রয় নেয়। সেখানে মাসুদ রানা ও তার ভাই সেলিম মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরে। সে সময় তার ছোট ভাই বাবু অপরাধী গ্রুপের সাথে জড়িয়ে নিখোঁজ হয়ে যায় এখনও পর্যন্ত মাসুদের ছোট ভাই বাবুর কোন সন্ধান পাওয়া যায়নি। এঘটনার পর স্ব-পরিবারে এসে আশুলিয়ার ভাদাইল বাজারের পাশে আবুল হোসেন ভূঁইয়ার বাড়িতে ভাড়া থেকে মাসুদ ও তার ভাই সেলিম চুরি ছিনতাই করতো। কিছুদিন পর মাসুদ রানা তার মায়ের বান্ধবী যাকে খালা ডাকতো মায়ের বয়সী ৪৫ বছরের নারী দুই সন্তানের মাকে নিয়ে ভাদাইল থেকে পালিয়ে শ্রীপুরে গিয়ে বাসা নিয়ে থাকতো। এঘটনা জানাজানি হলে তার বাবা-মা তাকে তেজ্যপুত্র করে। ২০ বছরের ছেলে ৪৫ বছরের বৃদ্ধ মহিলাকে নিয়ে পালিয়ে যাওয়ায় ভাদাইলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এসময় তার পিতা সৌদি থেকে তাকে পরিবারের সাথে কোন রকম সম্পর্ক রাখতে নিষেধ করে। পরে ভাদাইলের হাজী আবু সাদেক ভূঁইয়ার ভাই আবুল হোসেন ভূঁইয়া বিচার করে মহিলাসহ তার মাকে মিলিয়ে দেয়। প্রায় সময় মহিলার সাথে তার মায়ের ঝগড়া হতো। তার পুর্বের দুটি সন্তান এখনও আছে। এরপর তার ভাই সেলিমকে দিয়ে সে মাদক ব্যবসা পরিচালনা করতো। ভাদাইলের লোক সমাজে ঘৃনিত হয়ে সেখানে থাকতে না পেরে নরসিংহপুর ঘোষবাগে গিয়ে দুই ভাই পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকতো। সেখানে মাদক ব্যবসা করতে গিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ তার ভাই সেলিমকে আশুলিয়া থানা পুলিশ গ্রেফতার করে মাদক মামলায় জেলহাজতে পাঠায়।

গ্রেফতার হওয়ার ভয়ে মাসুদ সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন তার ৪৫ বছর বয়সী স্ত্রীর বাড়ি ধামরাইয়ে গিয়ে পালিয়ে থাকে। সেখানে সাংসারিক অভাব দেখা দিলে তার স্ত্রীর সাথে প্রায় সময় ঝগড়া হতো এনিয়ে দফায় দফায় বিচার সালিশ হয়েছে।

তার বাবা মারা গেলে সে তার মাকে ঠিকভাবে ভরণ পোষন দিতোনা বলে প্রায় সময় তার মা অভিশাপ দিতো। কিছু দিন পর আবারও জব্বার হাজীর বাড়িতে ভাড়া থেকে ভাদাইল রোডে রিক্সা চালিয়েছে। এসময় গার্মেন্টস এর মেয়েদের সাথে অবৈধ সম্পর্কের ঘটনা তার স্ত্রী জানতে পেরে প্রতিবাদ করলে তাকে নির্যাতন করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এর পর আর তার খোজ খবর নিতো না এক সময় ঐ মহিলা থাকা অবস্থায় লাকসামে গিয়ে মাসুদ এক মেয়েকে বিয়ে করে। পরে ভরন পোষনের দাবীতে ঐ মহিলা আশুলিয়া থানায় নারী নির্যাতনের মামলা করেন। সে মামলার তদন্ত কর্মকর্তা এস আই ইলিয়াস তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় প্রায় ৬ মাস জেলে থেকে জামিনে রয়েছে। বর্তমানে সেই মামলা কোর্টে চলমান। তদন্ত কর্মকর্তা এস আই ইলিয়াস বলেন, ঐ বৃদ্ধ মহিলা থেকে মাসুদ প্রায় দুই লক্ষ টাকা যৌতুক নিয়েছে। ঐ মহিলা গামেন্টসে চাকুরী করার সময় তার বেতনের এককালিন সমস্ত টাকা সে আত্বসাৎ করেছিল। পরে সেই মহিলাকে তাড়িয়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে। তার নির্যাতনের শিকার হয়ে মাসুদের ঘরের একটি ছেলে রেখে ঐ মহিলা মারা যায়। এদিকে লাকসামের দ্বিতীয় স্ত্রীর কাছে ঝৌতুকের জন্য নানা ভাবে নির্যাতন করতো। তার নির্যাতনের কারনে সে প্রায় সময় বাপের বাড়িতে গিয়ে মাসুদের নামে বিচার দিতো। অন্যদিকে তার মা প্যারালাইস রোগে পঙ্গু হয়ে ঘরে পরে থাকলেও সে তার চিকিৎসা করাতোনা। অসহায় অবস্থায় প্রতিবেশীদের বাসায় গিয়ে আশ্রয় থাকতো ও সেখানে সাহায্য চেয়ে খেতো। এই কুলাঙ্গার সন্তানের অবহেলায় বিনা চিকিৎসায় তার মা বেগম আক্তার তার বাপের বাড়িতে মারা যায়। ঐসময় সে তৃতীয় স্ত্রী নিয়ে আশুলিয়ায় রিক্সা চালিয়ে খায়। কিছুদিন পর সেই স্ত্রীকে নির্যাতন করে বিদায় করে দেয়। এখন তার ঘরে চতুর্থ স্ত্রী। প্রথম স্ত্রীর নাবালক ছেলে গামেন্টসে চাকুরী করে। এদিকে তার ভাই সেলিম মাদক মামলায় জামিন পেয়ে তার সম্পদ আত্বসাতের অভিযোগ করেছে মাসুদের বিরুদ্ধে। এদিকে দেশে মোবাইল ফোন এর বদৌলতে সে অনলাইন পেইজে লেখালেখি করে আশুলিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে সখ্যতা গড়ে মামা ভাগনা পরিচয় দিয়ে তাদের ক্যামেরার ব্যাগ টেনে নিজেকে মহা পন্ডিত সাংবাদিক দাবী করে। এলাকায় সাংবাদিক হিসাবে পরিচয় দিতে থাকে। কেউ তাকে পছন্দ না করলেও নিজে নিজে সাংবাদিক নেতা হতে চায়।

ভাদাইলের এক গামেন্টস শ্রমিককে ক্যাশিয়ার বানিয়ে বাংলাদেশ সাংবাদিক ফোরাম গঠন করে। সেই সংগঠনের নামে আশুলিয়ার বিভিন্ন স্থানে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। সেই অভিযোগে ২০২০ সালে রিপোর্টার্স ক্লাব থেকে বহিস্কার হয়। সেই বহিস্কার থেকে রক্ষা পেতে ধর্ষন মামলার আসামী নারী ব্যবসায়ীকে তার নেতা বানিয়ে সাংবাদিক ক্লাব করার পায়তারা করছে। মাসুদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ৩টি মামলা রয়েছে তার ভাই সেলিমের বিরুদ্ধে মাদক উদ্ধারের একটি মামলা রয়েছে। ভাদাইলের আব্দুল হাইয়ের বাসায় ৮ মাসের ভাড়া না দেওয়ায়, সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর আগের বাসায় ৩ মাসের ভাড়া না দিয়ে পালিয়েছিলো বলে অভিযোগ রয়েছে। সে প্রতিদিন চাঁদাবাজী ধান্ধাবাজী ও হাত পেতে সাহায্য এনে চতুর্থ স্ত্রী সন্তানদের আহার যোগায়। সে হতে চায় সাংবাদিক নেতা, অন্যলোকদের নিয়ে সমালোচনা করলেও নিজের চরিত্র নিয়ে নানা কেলেংকারীর ঘটনা কেউ যানেনা। আসলে সে কে? কি তার পরিচয়? কোথায় তার থাকা দরকার? যে লোকের পরিবারের থাকার একটি ঘর নেই। যে নিজেও পরিবার চালাতে পারে না। সে কিভাবে সাংবাদিক নেতা দাবী করে এ প্রশ্ন এলাকায় সচেতন মহলের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম