1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে দিনে-দুপুরে সাংবাদিকের বাড়িতে হামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে দিনে-দুপুরে সাংবাদিকের বাড়িতে হামলা

সংবাদদাতা, সীতাকুণ্ড,চট্টগ্রাম।।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৫৫ বার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক সবুজ শর্মার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ৩০-৩৫ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল। আজ বিকেলে উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ ভাইয়েরখিল এলাকায় সাংবাদিক সবুজ শর্মার নিজ বাড়িতে হামলা ও ভাঙচুরের এঘটনা ঘটে। সে স্থানীয় মৃত উমেশ শর্মার ছেলে।

এসময় বাড়িতে হামলা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১০ হাজার টাকা লুট করে। এছাড়া সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় সাংবাদিকের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে ও তাঁদের পুড়িয়ে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা বলেন, আজ বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর ও স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নানের নাম ভাঙিয়ে কয়েকজন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায়। তারা ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের বাধা দিলে তারা তাঁর বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার ওপর হামলা করে। এর আগে তাঁর বাড়ির দুটি আমগাছের আম পেড়ে নিয়ে যায়।

ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, সন্ত্রাসীরা কেন তাঁর নাম ভাঙিয়ে হামলা করেছে, তা তাঁর জানা নেই। তিনি এ হামলার সঙ্গে সম্পৃক্ত নন।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর বলেন, তিনি কোনোভাবে এ হামলার সঙ্গে জড়িত নন। তিনি এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মার পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম