ঢাকা জেলা সাভারের আশুলিয়া থানার জামগড়ায় অবস্হিত স্বরলা ক্লাবের সদস্যরা সকলের আর্থিক প্রচেস্টায় ৭লাখ ৪০হাজার টাকা মূল্যের ১৩শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
শনিবার (৩০এপ্রিল) বিকেলে জামগড়া এলাকার ঢাকা ক্লাসিক্যাল একাডেমি মাঠে ১হাজার ৩শত পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরন করতে দেখা যায়।
স্বরলা ক্লাবের সদস্যরা বলেন,গরীব দুঃখী, নিম্ন বিত্ত ও মর্ধ্য নিম্ন বিত্ত মানুষের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী ব্যাগ বিতরণ করা হয় । ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে কয়েক প্রকারের খাদ্য সামগ্রী।
হাজী আব্দুল হালিম মৃধা এ প্রতিবেদককে বলেন, শুধু পবিত্র ঈদুল ফিতর নয় যেকোনো সময় যেকোনো মুহূর্তে গরীব দুঃখী নিম্ন বিত্ত ও মর্ধ্যবিত্ত অসহায় মানুষের পাশে সকল বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব হয়ে পরেছে। আমি সম্পদশালীদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চেস্টা অব্যাহত রেখেছি।
স্বরলা ক্লাবের সদস্যদেরকে ঈদ সামগ্রী বিতরণের কাজে ব্যাস্ত থাকতে দেখা যায়।
স্বরলা ক্লাবের সভাপতি মনজুরুল আলম ভূইয়া,সাধারণ সম্পাদক রোমান মীর, ফাউন্ডার মেম্বার ঢাকা জেলার শ্রেস্ট করদাতা তানভীর আহমেদ রোমান ভূইয়া, স্বরলা ক্লাবের অন্যতম সদস্য ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার হাজী হালিম মৃধার সার্বিক উন্নয়ন ও জনগনের সেবা নিশ্চিত করতে স্ব রলা ক্লাবের সদস্য রা হালিম মৃধাকে জনপ্রিয় জনপ্রতিনিধি গরে তুলতে ইতিমধ্যে নির্বাচিত করে জনগনের সেবা জনতার দোরগোড়ায় পৌছাতে বদ্ধপরিকর।