# আফজাল হোসাইন মিয়াজী
পড়াশোনা কেমনে চলে?
মন যদি এত কথা বলে।
মনের লাগাম টেনে,
ছুটো লক্ষ্যের পানে।
লাভ কী বল ইচ্ছেঘুড়ি হয়ে?
সুতার বাঁধন লাটাই ছিঁড়ে!
নিজের পতন ডেকে,
স্বপ্ন আড়ালে রেখে।
স্বপ্ন ভুলে নিজ খেয়ালে,
স্রোতের টানে হেলেদুলে
লক্ষ্যটাকে ভুলে,
যাও কোথা চলে।
নিজেকে চেনার চেষ্টা করো,
জীবনতরীর বৈঠা তুমি ধরো।
বিজয় হাঁকিছে হাঁক,
দ্বিধা ভয় ক্ষয়ে যাক।
#বিঃদ্রঃ করোনা পরিস্থিতিতে অবসরে শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে ডিজিটাল মাদকে আসক্তি লক্ষ্য ভুলে ভিন্ন পথে ছুটে চলা নিয়ে লেখা।