মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়নের রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে স্থানীয়রা এগিয়ে আসলেও সকল চেষ্টা বিফলে যায়। ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অগ্নিকান্ডের খবর জানালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। ততক্ষণে আগুনে সকল কিছু ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা। খবর পেয়ে ভোর থেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজে অংশ নেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান আলী হায়দার মেম্বার সহ স্থানীয়রা। অগ্নিকান্ডে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী ও স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ত্রিশকোট গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে ফার্নিচার ব্যবসায়ী মো. আবুল বশারের দু’টি দোকানে থাকা ফার্নিচার, কাঠ ও বিভিন্ন যন্ত্রপাতি সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ী ভেরাইটি ষ্টোরের মালিক রাজাপুর গ্রামের বাচ্চু মিয়ার ফ্রিজ-টিভি সহ দোকানে থাকা মালামাল মিলে ২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মার্কেট মালিক রাজাপুর গ্রামের মো. সেলিম মিয়ার স্থাপনা বাবদ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।