গাজীপুরের শ্রীপুরে রায়হান নামে এক পোশাক কারখানার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত পোশাক কারখানার শ্রমিক রায়হান (২২) উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মো. নকুল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকের কাজ করতেন।
নিহতের প্রতিবেশী জানান, রায়হানের বাড়ির সবাই বেড়াতে গেলে খালি বাসায় রায়হান গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রায়হানের খোঁজ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই মো. মাজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছ।