মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি মদ ও সাড়ে ১২ কেজি গাঁজাসহ জাহিদুল হাসান রুবেল (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক রুবেল উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।
শুক্রবার (৬ মে) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া দীঘির পাড়ে কালাম আমিনের গাছের বাগানে অভিযান চালিয়ে মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুন বলেন, সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) লাবীব আবদুল্লাহ’র নেতৃত্বে ভালুকিয়া দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদুল হাসান রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে আরও তিন মাদক কারবারি পালিয়ে যায়। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।