মীরসরাইয়ে চাঁদা না দেওয়ায় যাত্রীসেবা বাস কাউন্টারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭মে) রাতে উপজেলা বড়তাকিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাস কাউন্টারের মালিক জামাল উদ্দিন আহত হয়েছে। পুলিশ হামলার নেতৃত্বকারী সৈদালী এলাকার মো.মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে। এঘটনায় আহত জামাল উদ্দিন বাদি হয়ে মীরসরাই থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
আহত জামাল উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সৈদালী এলাকার মো.মহিউদ্দিন তার বাস কাউন্টারের এসে চাঁদা দাবি করে। তাকে চাঁদা দিতে অস্বীকার করলে মহিউদ্দিন আরো ৪-৫ জনকে সাথে নিয়ে তার কাউন্টারের হামলা চালায়। এসময় তারা জামাল উদ্দিনের মারধর করে আহত এবং কাউন্টারের আসবাবপত্র ভাংচুর করে। হামলারকারীদের হাত থেকে বাঁচতে জামাল উদ্দিন এক পর্যায়ে কাউন্টারের টয়টেলে আশ্রয় নেন বলে জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বাস কাউন্টারের হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মহিউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।