জিল্লুর রহমান (রাসেল), হাতিয়া প্রতিনিধি:
করোনার প্রভাবে সরকারের নির্দেশ মেনে সকলে নিজ নিজ গৃহে অবস্থান করছেন। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন বিপাকে। তাই রিকশা করে ক্ষতিগ্রস্ত, গরিব, দিন মজুর মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বুড়িরচরের সমাজসেবক আরিফুল ইসলাম আমির।
বুধবার সকাল থেকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ২৭০ টি পরিবারের মাঝে রিক্সা করে এ সকল খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ও 500 গ্রাম তৈল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বুড়িরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া ও এলাকার মান্যগণ্য ব্যক্তি বর্গ।
আরিফুল ইসলাম আমির জানান, করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী মানুষ গুলোর আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে। তাই আমি চেষ্টা করছি আমার সাধ্যের মধ্যে কিছু করার জন্য। এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতারা সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসাটা অতীব জরুরী।