গৃহহীনদের ঘর দেওয়ার পাশাপাশি তাঁদের স্বাবলম্বী করে তুলতে সরকারিভাবে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও ঋণসহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক তৌফিক ই এলাহী । বিভিন্ন এলাকার জমির বাজার মূল্য তুলনা করে তিনি বলেন,এমন অনেক জায়গা আছে যেখানে ঘর পাওয়া আগে নিঃস্ব ছিলেন।ঘর পাওয়ার পর তিনি কোটি টাকার মালিক বনে গেছেন।
আজ বরিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়েনর নতুন বাজার,, সাচরা ইউনিয়ের পাওয়ার প্লান্টের বিপরীত পার্শ্বে এবং টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মূলসড়কের পাশের ওই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন জেলা প্রশাসক।
একটি গৃহ কীভাবে সামগ্রিক পারিবারিক কল্যাণে এবং সামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হতে পারে তার অনন্য দৃষ্টান্ত ‘আশ্রয়ণ প্রকল্প’। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচনের এই নতুন পদ্ধতি ইতোমধ্যে ‘শেখ হাসিনা মডেল’ হিসাবে পরিচিতি পেয়েছে
আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন,প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,কাউন্সিলর সেলিম রেজা ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ম্যাজিস্ট্রেটগন। এ সময় তিনি নির্বাহী কর্মকর্তা কে কাজের গুণগত মান নিশ্চিত করা ও আসন্ন বর্ষার ঘরের মাটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করার জন্য নির্দেশ প্রদান করেন।