1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বামী পরিত্যাক্তা প্রতিবন্ধী তাসলিমার কোলে ছোট শিুশুটি ক্ষুধার যন্ত্রনায় ছটফট করছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

স্বামী পরিত্যাক্তা প্রতিবন্ধী তাসলিমার কোলে ছোট শিুশুটি ক্ষুধার যন্ত্রনায় ছটফট করছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ১৬৭ বার

বাগেরহাট প্রতিনিধি :
বিশ বছরের স্বামী পরিত্যাক্তা প্রতিবন্ধী তাসলিমার কোলে ছোট শিুশুটি ক্ষুধার যন্ত্রনায় ছটফট করছে। অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা পিতা মাতার ঘাঁড়ে চেপে বসা এই পরিবারে কর্মক্ষম কোন লোক নেই। সত্তোর্ধ বাবা ইসমাইল হোসেন অসুস্থ হয়ে পড়ে আছেন বিছানায়। অন্যদিকে মা ভূগছে জটিল রোগে। পাঁচ দিন ধরে তার ওষুধ খাওয়া বন্ধ। তারা এখন আর রোগ নিয়ে ভাবছেন না। ভাবছেন কি খেয়ে বাঁচবেন। করোনার প্রভাবে দু’দিন ধরে চুলা জ্বলেনি। তবুও এতদিনে মেলেনি কোন মানবিক সাহায্য বা ত্রাণ সহযোগিতা। গত মঙ্গলবার দুপুরে বাগেরহাটের শরণখোলার পল্লীর রাজাপুর এলাকায় অন্যের বাড়িতে আশ্রয় নেয়া ভূমিহীন এই বৃদ্ধা মরিয়ম বেগম (৫৫) এমনটাই জানালেন। তিনি আরও জানান, তার বৃদ্ধ স্বামী গ্রামের একটি বাজারে মাছ বিক্রি করে এতবড় অসুস্থ সংসার চালাতেন। কিন্তুু করোনার প্রভাবে ঘর থেকে বেরোনো নিষেধ থাকায় আজ প্রায় এক সপ্তাহ বাইরে যেতে না পারায় দু’দিন ধরে তারা না খেয়ে আছেন। নিজেকে নিয়ে এখন আর ভাবেন না। ভাবেন অসুস্থ্য স্বামী, স্বামী পরিত্যাক্তা প্রতিবন্ধী মেয়ে ও নাতিকে নিয়ে। তাদের মুখে কিভাবে দু’মুঠো ভাত দিবেন এই চিন্তায়ই তিনি দিশেহারা। করোনা আতঙ্কে ব্যাবসা-বানিজ্য, হাট-বাজার, দোকার-পাট এমনকি যখন মানুষকে ঘর থেকে বের না হওয়ার নিষেধাজ্ঞায় পুরো দেশ যখন লকডাউন সরকার তখন হত-দরিদ্র খেটে খাওয়া মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌছে দেওয়ার উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় সরকারের নির্দেশ ও মানবিক দিক বিবেচনা করে বাগেরহাটের জেলা প্রশাসক নিজেই মাথায় করে বাড়িতে বাড়িতে খাবার পৌছে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করলেন। কিন্তুু শরণখোলায় বরাদ্দ পাওয়া এই ত্রান সামগ্রী উপজেলা প্রসাশন বিতরন করলেও যার নাগাল পায়নি হত-দরিদ্র মানুষ। সংশ্লিষ্টদের দাবি তালিকা অনুযায়ী এই অনুদান বিতরন হয়েছে। তাদের দাবির প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায় বেশীর ভাগ দরিদ্র মানুষের চুলায় আগুন জ¦লেনি। এবং তারা এ পর্যন্ত কোন সাহায্য পায়নি। প্রতিবন্ধী মেয়ের মাতা তাসলিমা (৬০)। স্বামী মৃত আমির হাওলাদার। বাস করেন রাজাপুর গ্রামে। তাই নিজেকেই মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে খেতে হয়। করোনার জন্য ঘর থেকে বেরোনো বন্ধ। তাই খাওয়া-দাওয়া এক প্রকার বন্ধ। তাদেরও এখন পর্যন্ত মেলেনি কোন মানবিক সাহায্য। গোলবুনিয়া গুচ্ছো গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী রুমি বেগম স্বামী প্রতিবন্ধী মাছুম ছোট ছেলেকে নিয়ে ৩ সদস্যের পরিবার তার। মাছুম ভ্যান চালক। কনোনার জন্য যাত্রী নেই। আয়ও নেই। তাই তাদের চলছে নিদারুন কষ্টে। শুধু তাসলিমা, মরিয়ম আর রুমি নয়। এ উপজেলার শ্রমজীবি হত-দরিদ্র পরিবারে এখন করোনার প্রভাবে চলছে চরম অভাব। তারা না খেয়ে তাকলেও কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছে না। এ ছাড়াও উপজেলার রসুলপুর এলাকার হানিফ ফরাজী, খাদিজা বেগম, সাউথখালী এলাকার রুবি বেগম, দক্ষিন রাজাপুর এলাকার রব শরীফ, ফজলে আলম, ভোলার পাড় এলাকার শাহ- আলম, কদমতলা এলাকার জামাল, উত্তর রাজাপুর এলাকার শিল্পী বেগম, রাজৈর এলাকার খলিল, আব্দুল হক, সহ অনেকে জানান, উপজেলা জুড়ে দরিদ্র জন গোষ্ঠীর কমপক্ষে শতাধিক পরিবারে চলছে চরম খাদ্যাভাব। এরা কাউকে কিছু বলতেও পারছেনা। আবার এদের কথা কেউ শুনছেনও না। সরকারি ভাবে যে সাহায্য আসছে তা স্থানীয় জন প্রতিনিধিরা মুখ চিনে চিনে দিচ্ছেন বলেও তারা অভিযোগ করেন। এ ব্যাপারে বিশিষ্ট সমাজ সেবক মেজবাহ উদ্দিন খোকন তালুকদার জানান, দেশের এই ক্রান্তি লগ্নে সরকার অভাবীদের মুখে খাবার তুলে দিতে তৎপর। কিšু‘ এই উপজেলায় যা হচ্ছে তা চরম অমানবিকতা। যারা নামের তালিকার দায়িত্বে রয়েছেন তাদের প্রকৃত অভাবীদের খুঁজে বের করা উচিৎ। এই মুহুর্তে আত্মীয়করণ ও খাবার নিয়ে রাজনীতি সেটা হবে ন্যক্কারজনক। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অতি-দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের যতেষ্ট গাফেলতি রয়েছে। এক্ষেত্রে নিঃস্ব ক্ষুদার্থ জনতার আহাজারির দায়ভার স্থানীয় প্রশাসন কখনোই এড়াতে পারেন না বলে মনে করেন তিনি। এ বিষয়ে শরণখোলা উপজেলা আওয়ামী-তাতী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগেরহাট জেলা তাতী লীগের প্রভাবশালী সদস্য ও সাংবাদিক আবু ছালেহ জানান, সেখানকার ইউএনও সাহেব যোগদান করে যেভাবে হাক-ঢাক দিয়েছিলেন তাতে সবাই মনে করেছিল এবার অনিয়মের কবোর রচনা হবে। কিছু দিন যেতে না যেতেই তার একচোখা মনোভাবে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার এই মনোভাব ও উদাসীনতায় চরম মুল্য দিতে হচ্ছে এলাকার সাধারন মানুষের। খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন এর দাবি, সরকারি ভাবে আসা মানবিক সাহায্য যথা নিয়মে বন্টন করা হয়েছে। এই সংকটময় মুহুর্তে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সরদার মোস্তফা শাহীন যেন জানেননা তার কি করা উচিৎ। তিনি সাংবাদিকদের বলেন, ইউপি চেয়ারম্যানদের দেয়া তালিকা অনুযায়ী বিভিন্ন অনুদান বিতরন করছি। তালিকায় কোন গড়মিল হয়ে থাকলে ক্ষতিয়ে দেখা হবে। তার ক্ষতিয়ে দেখা কথাটি না খেয়ে থাকা মানুষের পেট ভরাতে পারবেতো ? সেটাই এখন দেখার বিষয়। মুঠো ফোনে দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করা হলে বাগেরহাট জেলা প্রসাশক মামুনুর রশীদ এর মুঠো ফোনের সংযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম