চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০০০ পিস ইয়াবা ও ইয়াবা বহনকারী আসামি হাসান (২৫) কে গ্রেফতার করে।
আজ ১৮ মে রাত ২.৫৫ ঘটিকার সময় চন্দনাইশ থানার এস.আই (নিরস্ত্র)খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া সাকিন সড়ক ও জনপথ অফিসের সামনে অভিযান চালালে আসামি হাসান(২৫) পায়ের স্যান্ডেলের ভিতর বিশেষ কায়দায় ২০০০ পিস ইয়াবা পাচার কালে পুলিশের কাছে আটক হয়।
আটককৃত হাসান কক্সবাজার জেলা দক্ষিণ কুতুবদিয়া পাড়ার মো.সিদ্দিক এর ছেলে। গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।