মাহবুবুর রহমান : নোয়াখালীতে করোনা ভাইরাস সচেতনতা প্রতিরোধে বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
সকাল থেকে পুলিশ জেলার বিভিন্ন দোকান – পাট, গাড়ি চলাচল ও সাধারণ জনগণের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
সরেজমিনে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে দেখা যায় পুলিশ জরুরি কাজ ছাড়া কোন জানবাহন ও সাধারণ মানুষকে জড়ো হতে দিচ্ছে না।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, আমরা এর আগে সাধারণ মানুষকে বুজানোর চেষ্টা করেছি। এখন একই সাথে জেলার সকল উপজেলায় একযোগে জন দূরুত্ব নিশ্চিত করতে উপজেলা সকল অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়ছি। আশা করছি এ সংকট মোকাবেলায় সবার সহযোগিতা অব্যাহত থাকবে।