সাবেক কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (১৯ মে) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবার রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক পদে ছিলেন। ২০১১ সালে পদ থেকে এতবার বহিষ্কার করা হয়েছিলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দলের কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ২০১১ সালের ১২ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিলো। মেয়র পদে নির্বাচিত হওয়ার পর পদ ফিরে পেয়েছেন তিনি।
এ বিষয়ে সাবেক দুই বারের পৌর মেয়র, দুই বারের সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আজ নির্বাচন কমিশন থেকে মেয়র প্রার্থী হিসাবে আমার মনোনয়নপত্র বৈধ জেনেছি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর মাধ্যমে ঢাকা
আমার পদত্যাগ পত্র প্রেরণ করেছি। দলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন তৃতীয় বারের মত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচনে অংশ নিতেই তিনি দল থেকে পদত্যাগ করেন।