ভোলায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।
রোববার (২২ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের পৌর ১ নম্বর ওয়ার্ড থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি চরফ্যাশন উপজেলার মো. বিল্লাল (৪০) হোসেন।
সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি বিল্লাল কুমিল্লা থেকে একটি লাল রঙের শপিং ব্যাগের মধ্যে করে ৫ কেজি গাঁজা ভোলার লালমোহন উপজেলায় নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদকসহ বিল্লাল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।