ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদল থেকে যুবলীগের সভাপতি পদ পাওয়া আমির হোসেন জয় ওরফে মুরগী আমিরের চাঁদাবাজি, নৈরাজ্য, হামলা ও মামলার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রোববার (২২ মে) আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রনস্থল বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এসময় ভুক্তভোগী ও স্থানীয়রা ঝাড়ু ও ব্যানার হাতে রনস্থল বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সভায় আমির হোসেন জয়কে গ্রেফতার করে তার হাত থেকে রক্ষা করার দাবি জানান। মিছিলে স্থানীয় আওয়ামী লীগের নেতাসহ জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, যুবলীগের পদ পাওয়ার পর থেকেই জয়ের পরিবার এলাকায় ত্রাসের রাজ্য কায়েম করার চেষ্টা করে। এলাকায় কোনো বাড়ী করতে হলে চাঁদা দিতে হয় তাকে। বিয়ে করতে গেলেও চাঁদা দিতে হয়। এছাড়াও অটোরিকশার চালকদের কাছ থেকে প্রতিদিন ও প্রতি মাসে চাঁদা নেয় এই জয় বাহিনী। সম্প্রতি এই সন্ত্রাসীবাহিনী এলাকাবাসীর ওপর হামলা চালায়।
সেই এলাকার আব্দুল ওহাব নামের এক ভুক্তভোগী কৃষক এ প্রতিবেদককে বলেন, আমি জমি চাষ করি। সেই জমিতে মুরগী আমিরদের ট্রাক্টর দিয়ে চাষ করার জন্য বলে। আমি তাদের ট্রাক্টর না নিলে তারা আমার ছেলেকে মারধর করে। এছাড়া কোনো বিয়ে বাড়ি হউক আর জমি সংক্রান্ত বিষয় হউক সব জায়গা থেকে তারা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারধর করে হত্যার হুমকিও দেয়।
শিমুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে বলেন, এই সন্ত্রাসী আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে আমাদের এলাকায় এমন চাঁদাবাজি করে। অনেক দিন থেকে হামলা, মামলা করে আসছে জয় গ্রুপ। এলাকার মানুষ তাদের জ্বালায় অতিষ্ঠ। আমি চাই সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসন বিষয়টি দেখবেন। এই সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে এলাকাবাসী মুক্তি চায়।
এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় বলেন, হটাৎ করে কেনো মানববন্ধন করলো বুঝতে পারলাম না। আমি যদি অপরাধ করে থাকি আমার শাস্তি হবে৷ আমার মা পরিবারের উপর হামলা চালিয়ে তাদের মারধর করলো। সেই মামলায় চারজন আসামি জেলে গেলো। এখন এই আসামিদের পরিবার মানববন্ধন করছে।
আমির হোসেন খান জয় (মুরগী আমির)শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সে কমিটির অনুমোদন দেওয়া হয় ১১/০৪/২০০৭ সালে। এমন একজন ছাত্রদল নেতাকে আওয়ামী যুবলীগের কমিটিতে ইউনিয়ন সভাপতি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার এ প্রতিবেদককে বলেন, সে যেই হোক না কেনো অপরাধ করলে তার শাস্তি পেতে হবেই। তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ পেলে দলীয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে।