স্বাস্হ্য বিভাগের নির্দেশনায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাতে ২য় দিনের অভিযান পরিচালিত হয়েছে।
৩১ মে মঙ্গলবার দুপুরে গুইমারা উপজেলা বাজারে অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার সাফায়াত হোসেন ও গুইমারা উপজেলা স্যানেটারী পরিদর্শক আবদুল কাদের।
অভিযানে গুইমারা বাজারে ২ টি ফার্মেসীকে ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মূলে ৯ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন গুইমারা বাজারের ২ টি ফার্মেসী মেয়াদউত্তীর্ণ ঔষধ পাওয়ায় ও মিসব্রান্ডেড ঔষধ বিক্রী করার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনগনের স্বাস্থ্য সুরক্ষায় সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসীর বিরোদ্ধে অভিযান চলবে।