গাইবান্ধা জেলা শহরের জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে নায়িম রহমান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে শহরের ভিএইড রোডে অবস্থিত বেসরকারী এনজিও এর মাদক নিরাময় কেন্দ্র থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নায়িম রহমান সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। গত ২৮ এপ্রিল থেকে জিইউকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
তবে এ ঘটনায় নায়িমের স্বজনদের দাবি আত্নহত্যা নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।
জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর এ কে এম দেলোয়ার হাসান বিপ্লব জানান, নায়িমের আত্মহত্যার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভর্তির পর থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের বিল্পবের কাছে সবার অজান্তে নায়িম আত্মহত্যা করলো কীভাবে ? এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।