মোঃ সাইফুল্লাহ : মাগুরা শ্রীপুরের রায়নগর গ্রামে নাদের বিশ্বাস(৬৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানাধীন নাকোল ক্যাম্পের ইনচার্জ এস আই প্রসেনজিৎ কুমার মন্ডল জানান, রায়নগর গ্রামের দিনমজুর নাদের শেখের প্রতিবেশী কাদেরের স্ত্রী ছমিরোন তার বাড়ীর পিছনে গেলে বিভৎস গন্ধ টের পেয়ে অন্যান্য প্রতিবেশী ও আমাদেরকে খবর দিলে আমি সঙ্গীয় ফোর্সসহ নাদের বিশ্বাসের দরজার খিল ভেঙে, ঘরের ভিতর লেপ গায়ে তার মৃতদেহ দেখতে পাই,মৃতের সুরতহাল দেখে ও প্রতিবেশীদের ভাষ্য মতে ২/৩ আগে হয়ত ঘরের ভিতর গ্যাস ফরম করতে পারে সেই অবস্থায় লেপ গায়ে দিলে স্ট্রক করে মারা যেতে পারে। এস,আই প্রসিনজিৎ কুমার আরো জানান, দিনমজুর নাদেরের একটায় ছেলে সে ঢাকায় ছোটো খাটো একটা চাকুরি করে,তাছাড়া তার স্ত্রী ও ২০/২২ বছর যাবত কাছে থাকে না, তার বাবা বাড়ী ঝিনাইদহ জেলার শৈলকূপায় – সেখানে থাকেন তিনি। এই একাকিত্ব জীবন ই কাল হয়ে দাঁড়ায়! তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমেএসেছে। পরবর্তিতে গ্রামের লোকজনের সহায়তায় তার জানাযা নামায শেষে দাফন করা হয়।