নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে কর্মরত ৮শ বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতারন করেছে আন্তঃ জেলা বাস মালিক সমতি ও শ্রমিক ইউনিয়ান। শনিবার (৪এপ্রিল) সকালে কেন্দ্রীয় বাস টামিনালে এ ত্রান বিতারন করা হয়। শ্রমিকদের হাতে এ ত্রান তুলেদেন অতিরিক্তি জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজা্উল ইসলাম, জেল বাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা বাস শ্রমিক ইউনিয়ানের সভাপতি খান রেজাউর রহমান মন্টু, সাধারন সম্পাদক খান আবুবক্কর সিদ্দিকী প্রমুখ।