দিনাজপুর সেক্টরের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে আটককৃত প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
২জুন বৃহস্পতিবার সকালে দিনাজপুর কুঠিবাড়ি বিজিবি সেক্টর হেড কোয়াটার প্রশিক্ষন মাঠ চত্বরে মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অবৈধ মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, সীমান্ত এলাকায় বিজিবি অতন্দ্র প্রহরী হিসেবে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করছেন না,তারা সীমান্ত এলাকার সাধারন মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছেন।
এসময় তিনি আরো বলেন, সীমান্তের নিরাপত্তসহ বিজিবি‘র সদস্যরা আমাদের জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ন কাজে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাদকদ্রব্য চোরাচালান শুধু দারিদ্রতার কারণেই হয়না এটা এখন ফ্যাশানে পরিনত হয়েছে।
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে দিনাজপুর সেক্টরের অধীন ৪২ ব্যাটালিয়ন ও ২৯ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ২০১৯ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত আটককৃত অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার মুল্য ধরা হয়েছে ৩ কোটি ৩০ লক্ষ টাকা। ধ্বংশকৃত মাদক দ্রব্যের মধ্যে ভারতীয় ফেনসিডিল ভারতীয় মদ,বাংলা মদ,নেশাজাতীয় ইঞ্জেকশন ,ট্যাবলেট যৌন উত্তেজক সিরাপ, গাঁজা ইয়াবা ও হেরোইন রয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা স্থানীয় ব্যক্তিবর্গ বিজিবি সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।