1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদন্নোতি পেয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  

পদন্নোতি পেয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২১৩ বার

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা।
বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে ৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন ৩টিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে জেলা পুলিশ লালমনিরহাট’র ফেসবুক পেজে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা প্রকাশ করেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা।
লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা ২২তম বিসিএসে পুলিশ বিভাগে যোগদান করেন।
তিনি বিপিএম-সেবা, পিপিএম-সেবা ২০০৩ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
২০ ডিসেম্বর ২০১৯ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবিদা সুলতানাকে লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়।

২০২০ সালের ১৫ জানুয়ারি লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
২০১৯ সালের পুলিশ সপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা এ দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন আবিদা সুলতানা। কৃতিত্বপুর্ণ কাজের জন্য তিনি বিপিএম সেবা ও পিপিএম সেবা পদকেও ভূষিত হন।
পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ৪ বার এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে ৪ বার দায়িত্ব পালন করেন।
তিনি পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ইন্টার্নাল ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেই কিছু দিনের মধ্যেই আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা নামটি লালমনিরহাট জেলার সর্বত্র ছড়িয়ে পরে, অসহায় আর্তপীড়িত সাধারণ মানুষদের হৃদয়ে, মাদক ব্যবসায়ী, অপরাধী ও সন্ত্রাসীদের বুকের কম্পন এবং পুলিশই জনগনের শেষ আশ্রয়স্থল এমন ভরসা ও আস্থার জায়গা তিনি তৈরি করে নিয়ে ছিলেন।
তিনি তার কর্মগুনে একদিকে লালমনিরহাট জেলাবাসীর কাছে মানবিক পুলিশ সুপার হয়ে উঠেছেন। তাছাড়া রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য যে, পুলিশ সুপার হিসেবে যোগদানের পরই জেলাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন। লালমনিরহাট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ান তিনি। সাধারণ মানুষের সাথে সর্বদা মিশে নিজের শুনাম অর্জন করে নিয়েছেন আবিদা সুলতানা বিপিএম-সেবা, পিপিএম-সেবা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম