মোঃ সাইফুল্লাহ : আজ ৬ মার্চ ২০২০ সোমবার পর্যন্ত মাগুরায় ৩৭৩ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেয়া হয়েছে। তবে করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সবাইকেই ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাগুরা জেলায় সর্বমোট ৩৯৭ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা করা হয়েছিলো। এর মধ্যে আজ সোমবার পর্যন্ত ৩৭৩জনের হোম কোয়েরেন্টাইন শেষ হয়েছে। বাকি ২৪ জন এখনো হোম কোয়ারেন্টাইনে আছেন। মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, মাগুরায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তার অর্থ এই নয় যে আমরা ঝুঁকিমুক্ত। এমন ভাবনা থেকে আমরা যেনো ঘর থেকে বের না হই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন করোনা সন্দেহে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যু মহম্মদপুর উপজেলার কলমধারী গ্রামের পাখির মৃত্যুর রিপোর্টের বিষয়ে মাগুরার সিভিল সার্জনকে জিজ্ঞেস করলে তিনি জানান রিপোর্টটি এখনো আমাদের কাছে এসে পৌঁছেনি।