মুন্সীগঞ্জের সিরাজদিখানে গ্রেফতারি পরোয়ানাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রউফকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কালীনগর গ্রামের মৃত আবুল হাসেম বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এএসআই) আমিরের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আব্দুর রউফকে গ্রেফতার করে। ১৮৮১ সালের এল আই অ্যাক্টের ১৩৮(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালতে বিচারক তাকে ৪ বছর কারাদণ্ড প্রদান করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজান জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।