আপন ছেলে কর্তৃক নির্যাতেনের স্বীকার হয়েছে ভোলার বোরহানউদ্দিনের বিধবা রহিমা (৭৫)। সে মৃত চাঁন মিয়া চৌকিদারের স্ত্রী । বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার সর্বদক্ষিণে এ ইউনিয়নে ঘটনা ঘটলে ও ১০ জুন সন্ধ্যায় নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
প্রতিবেশী মোহাম্মাদ আলী, আকবর, সফর মুল্লুক চৌকিদার, ফাতেমা বেগম, জানায়, ৪ জুন সকালে একমাত্র ছেলে ফজলুর স্ত্রীর সাথে শ্বাশুড়ি রহিমার ঝগড়া হয়। এর জেরে ছেলে, মাকে ঘর থেকে মারতে মারতে বাড়ীর উঠানে নিয়ে আসে। কয়েকবার গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। উঠে দাড়ালে পূনরায় গলা ধাক্কা দিতে দিতে বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনার একদিন পর তার ছেলে ঢাকায় চলে যায়। প্রতিবেশীরা আরো জানায়, প্রায় সময়ই ওই ছেলে তাকে মারধর করেন । আমরা প্রতিবাদ করলে তার ছেলে আমাদের সাথে ঝগড়া করে এবং মামলার হুমকি দেয়।
এই ঘটনার ভিডিও ধারণকৃত ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হৃদয়বিদারক ভিডিওটি সবার বিবেককে নাড়া দেয়।
নির্যাতনের ভিডিওটি প্রশাসনের নজরে আসলে ১১ জুন সকালে ঘটনাটি জানার জন্য ওই বাড়ীতে দুই পুলিশ সদস্য যান। এ সময় ঘটনার সত্যতা স্বীকার করেন বৃদ্ধা রহিমা।
তিনি বলেন, ও আমার একমাত্র ছেলে । ওর বাবা ৭ বছর পূর্বে মারা গেছে। আমি ছেলের টা খেয়ে বাঁচি। সে আমাকে মারছে। আবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিছে । তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই ।
ওই ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য জাহিদুল হাসান জামাল বলেন, তার ছেলে ফজলু চৌকিদার আগে থেকেই এমন বেপরোয়া। আমি মেম্বার থাকা অবস্থায় আরো কয়েকবার এমন ঘটনার বিচার করেছি।
সাচরা ইউনিয়ন চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা জানান, ঘটনার নিন্দা জানিয়ে বলেন,ছেলেটা আসলে খারাপ। আমরা তো এখন বেত দিতে পারিনা। বেত দিতে পারলে এ সমস্যাগুলো থাকতো না।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ শাহীন ফকির জানান, মায়ের কোনো অভিযোগ না থাকায় তার ছেলের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।