কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল ইকরামের বিরুদ্ধে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১২ জুন) এ অভিযোগ করেন ৬ নম্বর ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন। নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গত ১১ জুন রাতে আমার প্রতিপক্ষ কাউন্সিলর আমিনুল ইকরামের সমর্থকদের মাঝে মাদক নিয়ে ঝামেলা হয়। একপর্যায়ে এটি হাতাহাতিতে রূপ নেয়। এই সম্পর্কে আমার কোন কর্মী-সমর্থকরা জানতোই না। অথচ এ ঘটনায় নাকি আমার লোকজন ছিল এই অভিযোগ করে তারা আমার ভাই ও কয়েকজন সমর্থকের বিরুদ্ধে মামলা করেছে। এর প্রেক্ষিতে সাইফুল নামের আমার এক কর্মীকে পুলিশ থানায় নিয়ে গেছে। অথচ আমার কোন লোক তা জানতোই না। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি।
তিনি জানান, আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে এসব কাজ করছে। তারা আমাকে হুমকি দিচ্ছে দেখে নেবে বলে। আমি নির্বাচন নিয়ে খুবই আতঙ্কে আছি।
এবিষয়ে জানতে কাউন্সিলর প্রার্থী আমিনুল ইকরামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। আমি বাইরে ছিলাম। তাই গ্রেফতারের বিষয়ে আমি এখনও জানিনা। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।