বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সমানে এ কর্মসুচি পালন করা হয়।
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশরাফ হোসেন বাবু, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোয়েব হক্কানী, সুন্দরগঞ্জ আহ্বায়ক গোলাম আযম, গোবিন্দগঞ্জ সদস্য সচিব রানু মন্ডল,পলাশবাড়ী সিনিয়র যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, পৌর আহ্বায়ক শামীম রেজা, সাদুল্যাপুর যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন, সাবেক জেলা সদস্য সচিব শরিফুল ইসলাম রুবেল, গাইবান্ধার শহর সদস্য সচিব ফরহাদ আলী, যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান টিটুলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।
বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়াকে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। তার যে রোগ, তা চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। তা না হলে তার চিকিৎসা হবে না। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তালবাহনা করেছে। কোন কিছু হয়ে গেলে সরকারকে এর সকল দায় দায়িত্ব বহন করতে হবে। যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।