সাভার থানা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী সাবেক সংসদ সদস্যের ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফউদ্দিন। সঞ্চালনা করেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাঈনুল হাসান বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদলসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীগণ অংশ নেন।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।