কুষ্টিয়ায় বাড়ীর আঙ্গিনায় গাজার গাছ লাগিয়ে চাষ করার অপরাধে মিন্টু আলী (৪৮) নামের এক ব্যাক্তিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া।
বৃহস্পতিবার (১৬) জুন সকাল ৯ টার সময় কুষ্টিয়া পৌরসভার হাউজিং এ ব্লক এলাকার মিন্টুর নিজ বাড়ীতে অভিযান চলিয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়।
আটক মিন্টু আলী কুষ্টিয়া পৌরসভার হাউজিং এ ব্লক এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক বেলাল হোসেন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন হাউজিং এলাকার একটি বাড়ীর আঙ্গিনায় গাজার চাষ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় মিন্টুর বাড়ী আঙ্গনায় বড় সাইজের দুই গাজার গাছ সহ মিন্টুকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়।