লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক মোঃ লাভলু শেখের পিতাঃ আমির আলীর মৃত্যুতে শনিবার ১৮ জুন দুপুর আড়াই টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের নিজবাড়ীতে মরহুম আমির আলী ( ৭৫) এর আত্মার মাগফিরাত কামনা করে। দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন,কাজীর চওড়া জামেমসজিদ এর পেশ ইমাম মাওলানা মোঃ জিল্লুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক,ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ ও এলাকাবাসী এবং আত্নীয় স্বজন। এসময় তার আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ যে, গত বুধবার ১৫ জুন রাত ১১ টায় বাধক্যজনিত কারনে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মরহুম আমির আলী একজন প্রতিবাদী,ন্যয় – নিষ্ঠ ও নীতিবান ব্যক্তি ছিলেন। তিনি কমপক্ষে ১০ টি অসহায় ভূমিহীন পরিবার কে আশ্রয় দিয়ে তাদের কে প্রতিষ্ঠিত করে অন্যএে জায়গা জমি নিয়ে নিজ বাড়ী স্হাপিত করার ব্যবস্তা করে দিয়ে ছিলেন। তিনি ছিলেন, পর উপকারী যার ফলে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল। জানাজা নামাজে মানুষের ঢল নেমে ছিল এবং দোয়া মাহফিলে উপস্থিতির সংখ্যা ছিল নজর কারার মতো। ১৯৭১ সালে পাকবাহিনী তাকে মেরে ফেলার জন্য ৩ বার তার উপর গুলি ছুড়ে ছিলেন। তবুও মহান আল্লাহ তালা তাকে এ পযর্ন্ত হায়াত দিয়ে বেচে রাখার জন্য মহান আল্লাহর, নিকট শুকুরিয়া আদায় করেন,নিহতের পরিবার।