কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মীরসরাইয়ে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (২০ জুন) সকাল ১১ টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মীরসরাই উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কৃষি অফিস চত্বরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়।
মীরসরাই কৃষি মেলা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মিনহাজুর রহমান এর সভাপতিত্বে উ কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাইদ মাহমুদ, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সহ সদর উপজেলা কৃষি অফিসারের কর্মকর্তা সহ প্রমুখ। মেলায় ১০ টি স্টল স্থান পেয়েছে।
অতিথিরা বলেন, মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে।