1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বন্যা পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম তদারকি এবং মনিটরিং করতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন- জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্ট্রবেরি চাষে সাফল্য দেখালেন– ইসরাফিল , রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে নিয়োগ বানিজ্যে মুন্নার আঙ্গুল ফুলে কলা গাছ ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

নবীগঞ্জে বন্যা পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম তদারকি এবং মনিটরিং করতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন— জেলা প্রশাসক

নবীগঞ্জ ( হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৯৮ বার

নবীগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর অব্যাহত বৃষ্টিপাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, দীঘলবাক ইউনিয়নে গত ৫ দিন ধরে প্রবল বন্যা দেখা দিয়েছে। দুই ইউনিয়নের প্রতিটি গ্রামের বাড়ী ঘরে বুক পর্যন্ত পানি রয়েছে। ফলে দুর্ভোগে রয়েছেন দুই ইউনিয়নের মানুষ। বিশেষ করে গবাদি পশু,গর্ভবতী মহিলা,শিশু,বৃদ্ধাদের নিয়ে মানুষজন অসহায় হয়ে পড়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মোট ১৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে নতুনভাবে আউশকান্দি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন বাড়ীঘরে পানি। হুমকির মুখে রয়েছে পারকুলে বিদুৎপ্লান্ট।

বৃষ্টি অব্যাহত থাকলে বিদুৎ পাওয়ার প্লান্ট পানিতে তলিয়ে যাবার আশংকা করছেন এলাকাবাসী।
এদিকে গতকাল সোমবার বন্যা পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম তদারকি এবং মনিটরিং করতে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। তিনি উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর, গালিমপুর ও মতিউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ, সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ প্রমূখ।জেলা প্রশাসক দিঘলবাক ইউনিয়নের গালিমপুর, মাধবপুর, মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ে সরকার প্রদত্ত খাদ্য সহায়তা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, নবীগঞ্জে ইতিমধ্যে ১,২,৩,৪,৫,৬, ৮ নং ইউনিয়নে খাদ্য সহায়তা বরাদ্দ ও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, দুর্যোগকালীন সময়ে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা রয়েছে। তিনি সকলকে সাথে নিয়ে যথাযথভাবে ত্রাণ বিতরণে দিক নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net